Book Recommendation

 থ্রিলার সাজেশন/রিকমেন্ডেশন (PROTTOY)




1. বেগ-বাস্টার্ড সিরিজ (মোহাম্মদ নাজিম উদ্দিন)


  • নেমেসিস- বাংলাদেশের প্রথম মৌলিক থ্রিলার। প্রথম হিসেবে বেশ ভাল, বেগ-বাস্টার্ড সিরিজের প্রথম বই এটি। এতে ডিটেকটিভ এলিমেন্ট বেশি;তবে কাহিনী বেশ ইন্টারেস্টিং। আমি আগে কন্ট্রাক্ট পড়ে ফেলায় থ্রিল একটু কম পেলেও শেষদিকে কাহিনী জমজমাট হয়ে উঠেছিল! আর মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেবের সাবলীল লেখনীতে উপভোগ্য বই।
    আমার ছোট একটা রিভিউ পড়তে পারেনঃ https://tiny.one/Nemesis

  • কন্ট্রাক্ট- এইটায় বাস্টার্ড নিয়ে জল্পনা-কল্পনার উত্তর পাওয়া যায়। দারুন এক পলিটিক্যাল থ্রিলার ঘরানার উপন্যাস। শুরু থেকেই গল্পের একের পর এক মোড় কিংবা বাস্টার্ডের কার্যকলাপ টেনে নিয়ে যাবে আপনাকে শেষ পর্যন্ত। চমৎকার পেজ টার্নার বই এটি। লেখক ছাপিয়ে গিয়েছেন আগের লেখাকে। শুরুর পর টানা পড়ে যেতে থাকার সম্ভাবনাই বেশি! ওয়েব সিরিজটার চেয়ে হাজারগুণে ভাল।
    আমার ছোট একটা রিভিউ পড়তে পারেনঃ https://tiny.one/Contract-thriller

  • নেক্সাস- বেগ-বাস্টার্ড সিরিজের এক অ সা ধা র ণ  বই! এখানে ডিটেকটিভ এলিমেন্ট, প্লাস বাস্টার্ড’স অসামনেস একসাথে অনবদ্য করে তুলেছে বইটিকে! লাস্টের পার্টের আগেরটুক কিছুটা নাটকীয় হলেও সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজের বই। পড়তে ভাল লাগবে আশা করি।
    আমার ছোট একটা রিভিউ পড়তে পারেনঃ https://tiny.one/Nexus-thriller

  • কনফেশন- এইবার ঘটনা শুরু কিডন্যাপিং দিয়ে! বাস্টার্ড নিয়ে অনেককিছু জানা যাবে। https://tiny.one/confession-thriller 

  • করাচি- TBR

  • নেক্সট- প্রকাশিতব্য





2. রবীন্দ্রনাথ ট্রিলজি (মোহাম্মদ নাজিম উদ্দিন)

  • রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি- দুই বাংলার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস” কথাটা এমনি এমনি আসেনি। মূলত এই থ্রিলারের প্লটটাই অন্যরকম, আর চরিত্রগুলোও আশাজাগানিয়া। লাস্টের দিকে এসে এমন টার্ন বা ঘটনার অবতারণা- সম্ভবত কেউ চিন্তা করবেনা। সব মিলিয়ে দারুণ উপভোগ্য আর সুন্দর পেজ টার্নার বই।
    ছোট একটা রিভিউ: https://tiny.one/REKKA-thriller

    "ঘরছাড়া এই পাগলটাকে   এমন ক'রে কে গো ডাকে

                করুণ গুঞ্জরি,"

“খিদের কাছে সব পরাজিত হয়। সবার আগে পরাজিত হয় স্বাদ-রুচি।
তারপর যুক্তি-বুদ্ধি, সভ্যতা, মানবিকতা।”

 

  • রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি- আগেরটার মত অতো থ্রিলিং না হলেও এরপর কি ঘটলো সেটার আগ্রহ থেকেই পুরোটা পড়তে হবে। তবে অনেকে বলেন কাহিনী দীর্ঘায়িত করা হয়েছে;অন্যগুলোর তুলনায় কথায় সত্যতা থাকলেও ট্রিলজি হবে-জানা হিসেবে পড়তে মজাই পেয়েছি। পেজ-টার্নার বই। আমার কলকাতার এডিশনটা পড়া;ওটার চেয়ে বাংলাদেশেরটায় পেইজ বেশি।
    ছোট একটা “হুদাই” রিভিউ:https://tiny.one/REKKA-2-thriller

  • তৃতীয়টা প্রকাশিতব্য


 3.ভেন্ট্রিলোকুইস্ট (মাশুদুল হক)

  • চমৎকার তথ্যসমৃদ্ধ একটা থ্রিলার, কাহিনীর শুরু বন্ধুর বিয়ে থেকে আরেক বন্ধুর খোঁজ পাওয়া নিয়ে। এরপর ঘটনা এগোয় ভিন্নপথে;উদঘাটন হতে থাকে রহস্যের;আবার বের হয়ে আসে রহস্য।

 4. মিনিমালিস্ট (মাশুদুল হক)


  • (TBR)আগেরটার সিক্যুয়েল- এটা নাকি আগেরটার থেকেও ভাল! পড়িনি এখনো;শীঘ্রই পড়ব ইনশাআল্লাহ।


5. থ্রি এ. এম. সিরিজ (নিক পিরোগ-সালমান হক)

  • থ্রি এ এম

  • থ্রি টেন এ এম

  • থ্রি টোয়েন্টিওয়ান ও থ্রি থার্টি ফোর এ এম (অনুবাদে একসাথে)

  • থ্রি ফোরটি সিক্স এ এম

সিরিজটা পুরাই জোশ! WORTH BUYING! অনুবাদও বেশ ভাল!
ব্যাডা নিক পিরোগ পরেরটা ফোর এ এম লেখেনা ক্যান -_-


***DISCLAIMER: This recommendation list is neither endorsed nor sponsored by any of the authors or publishers. It comes fully from the personal reading & TBR list. All comments are personal; any kind of constructive feedback is warmly welcomed.

Post a Comment

0 Comments